শাহরাস্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

চাঁদপুরের শাহরাস্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই ডিসেম্বর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধিদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার প্রধান অতিথি সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারে ভারপ্রাপ্ত কমান্ডার শাহজাহান পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ হোসেন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেনস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন ১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীর দোসর এ দেশীয় তাদের এজেন্টরা বাঙালিদেরকে মেধা শুন্য করেছে।

বুদ্ধিজীবীদ,শিক্ষক,সাংবাদিক, লেখক, সাহিত্যিকসহ আরো অন্যান্য শুণিজনকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। কিন্তু বাঙালিদেরকে তারা দমিয়ে রাখতে পারেনি। বাঙালিরা তাদের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে একটি সার্বভৌম স্বাধীন দেশ অর্জন করেন। বর্তমান প্রজন্ম শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করলে দেশ এগিয়ে যাবে।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৫ ডিসেম্বর ২০২২

Share