জঙ্গীবাদ, মৌলবাদ ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সোমবার বিকেলে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালিয়াপাড়া মেহার স্টেশন বাজার অতিক্রম করে আবার দোয়াভাঙ্গায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তাগন বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। বিভিন্ন দেশে তাদের জাতির পিতার সম্মানে তারা ভাস্কর্য তৈরী করেছে। তারা আবার দেশে সম্প্রদায়িকতা শুরু করেছে। আমরা মামুনুর ইসলামের বিচার দাবী করছি।
তারা বলেন,আমরা জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মুক্তিযোদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সৈনিক। যত দিন পযর্ন্ত বাংলাদেশ উন্নতির শিকড়ে পৌছতে না পারে ততদিন পযর্ন্ত আমরা রাজপথে থাকবো।
পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্য রখেন, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. মান্নান বেপারী, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, পৌর আহবায়ক রেজাউল করিম বাবুল, যুবলীগ নেতা মহিউদ্দিনসহ উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিটের যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,১ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur