Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহরাস্তিতে যুবদলের, শাহরাস্তিতে যুবদলের

শাহরাস্তিতে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহরাস্তিতে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের ঠাকুর বাজার এলাকায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাইফুল করিম মিনারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি নেতা মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন মাস্টার,পৌর বিএনপির সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকিরুল ইসলাম জুনু , বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আহসান হাবীব, টামটা উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সেলিম মিয়া, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম মানিক, রায়শ্রী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ স্বপন, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আজগর, সুচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন মেম্বারসহ উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে, তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেত্রী বেগম জিয়ার মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রামে এগিয়ে আসতে হবে। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য রেলি ও কেক কাটার মধ্য দিয়ে যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিবেদক:মো.জামাল হোসেন,৩০ অক্টোবর ২০২০