চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান হয়েছে।
৮ জুলাই সোমবার সাড়ে ৮ টায় উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক এবং শাহরাস্তি
উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনায়,শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে প্রতিপালন পূর্বক সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান,শপিংমল, মার্কেট, বিপনীবিতান,কাঁচা,বাজারসহ খোলা না রাখারতে নির্দেশনা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় শাহরাস্তির উপজেলার বিভিন্ন বাজারে সচেতনতা মূলক ভাবে নির্দেশনা প্রদান করেন সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বাজার পরিদর্শন করেন। সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অথদন্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন শাহরাস্তি থানার উপ পরিদর্শ (এসআই) আনিস ও সঙ্গীও ফোর্স এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
প্রতিবেদক: জামাল হোসেন,৯ আগস্ট ২০২২