Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ৩
শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ৩

শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন হতাহত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় প্যারাডাইস কফি হাউজ সংলগ্ন এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আলমগীর ও শাহজাহান। অপর এক মোটরসাইকেল আরোহী মোঃ মাহমুদ হাসান গুরুতর অবস্থায় কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের বাড়ি শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিন ইউনিয়নের দেবকরা গ্রামের মিয়াজী বাড়ীর আবুল বাসারের ছেলে মোঃ আলমগীর হোসেন। একই গ্রামের কাজী বাড়ীর মৃত নুরুল হকের ছেলে মোঃ শাহ্জাহান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর ও শাহজাহান হাজীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে শাহরাস্তিতে বাড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি চালাচ্ছিলো আলমগীর। মোটরসাইকেলটি চালিয়ে ঘটনাস্থলে আসলে রাস্তার এক পাশে দাঁড়ানো অবস্থায় ট্রাকের ভেতর ঢুকিয়ে দেয় মোটরসাইকেলটি। মোটরসাইকেল চালক আলমগীরের অসাবধানতাবশত মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। আর আলমগীরকে গুরুতর অবস্থায় কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

আজ দেবকরা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমদের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় হাজারো মুসল্লির ঢল।

মোঃ জামাল হোসেন