শাহরাস্তি

শাহরাস্তিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩

চাঁদপুর শাহরাস্তিতে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থাকা ৩ যুবক গুরুতর আহত হয়েছেন। যুবককে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

২৪ জানুয়ারি রোববার রবিবার বিকেলে শাহরাস্তি পৌর শহরের মেহের ডিগ্রি কলেজ গেইট সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন মোটরসাইকেল যোগে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ডাক্তার তাদের অবস্থা গুরুতর দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি থানা উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্স নিয়ে আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে আহতদের পরিচয় জানা যায় শাহরাস্তি পৌর শহরের ১১ নং ওয়ার্ডের ভিংরা এলাকা বিল্লাল হোসেনের ছেলে, সূচীপাড়া দক্ষিণ ইউপির রাগৈ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সবুজ ও চাঁদপুর মতলব উত্তরের বারোইগাঁও গ্রামের পাটোয়ারী বাড়ির দুলাল হোসেনের ছেলে শাফায়াত হোসেন, গুরুতর জখম হন তার পরিবার সূত্রে জানা যায় তিনি দারাজ অনলাইন বিজনেস এর একজন মাঠকর্মী তার শরীরের অবস্থা আশঙ্কাজনক দেখে ওই রাতে কুমিল্লা থেকে ঢাকা রেফার করা হয়।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৫ জানুয়ারি ২০২১

Share