চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ছেলের ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার বানু এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের খন্দকার বাড়ির শাহজাহানের পুত্র মোঃ বাহার (১৮) পথ চলার সময় শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্রী ও অন্যান্য মেয়েদের উত্ত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করে।
এ বিষয়ে তার মা মমতাজ বেগমের কাছে নানা অভিযোগ আসলে তিনি তার ছেলেকে বহু ভাবে শাসন করে শোধরাতে চেষ্টা করেছেন। কিন্তু তিনি অপারগ হয়ে শাহরাস্তি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ উপ-পরিদর্শক মোঃ আব্দুল মান্নান অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এ রায় দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার বানু জানান, দন্ডপ্রাপ্তকে নানা আপদ সৃষ্টিকারী হিসেবে দন্ডবিধির ১৮৬০ সালের ২৯১ ধারায় ৬ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৮:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur