Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির দায়ে আটক ১
খাদ্য সামগ্রী
প্রতীকী ছবি

শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির দায়ে আটক ১

মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির দায়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

৫ এপ্রিল সোমবার দুপুরে মামলার বাদী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্লাহ মিঞা এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, রোববার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ওয়ারুক বাজারের হাজী কনফেশনারী হতে জনৈক ভোক্তা আধালিটার মাম ব্রান্ডের একটি পানির বোতল ক্রয় করেন। যা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তারিখে মেয়াদ উত্তীর্ণ ছিল। ওই ভোক্তা বিষয়টি নিরাপদ খাদ্য পরিদর্শককে অবহিত করলে পুলিশ হাজী কনফেশনারীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ মাম ব্রান্ডের ৫শ’ এমএল ১৫ টি ও ফ্রেস ব্রান্ডের (৮ ফেব্রুয়ারি ২০২০ সালে মেয়াদ উত্তীর্ণ) ১ লিটারের একটি পানির বোতল জব্দ করে।

এ ঘটনায় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফায়দুল্লাহ মিঞা বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ধারায় হাজী কনফেশনারীর স্বত্বাধিকারী কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর গ্রামের মোঃ আবুলের পুত্র মোঃ মোস্তফা কামালের (৩৫) বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাকে আটক করে।

৫ এপ্রিল চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে বিচারক মোঃ কামাল হোসেন জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৫ এপ্রিল ২০২১