শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

‎Thursday, ‎May ‎14, ‎2015   10:05:14 PM

মো. মাহবুব আলম :

চাঁদপুর জেলার শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা স্মৃতি ডে-নাইট মোটরসাইকেল ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ।

প্রকৌশলী নূরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারী, হায়দর আলী পাটওয়ারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুবেদার ইউনুস আলী, ফরিদ আহমেদ পাটওয়ারী, মোঃ আলমগীর হোসেন, ইউ.পি সদস্য দেলোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, আহম্মদ হোসেন কিরন, মোশারফ হোসেন মুশু প্রমুখ।

এ ফুটবল টুনামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

Share