ইসলামি ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামি ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকা থেকে মিছিলটি বের হয়ে মেহের স্টেশন, কালিয়াপাড়া প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভা উপস্থিত ছিলেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক মাওঃ জালাল উদ্দীন, দপ্তর সম্পাদক মাওঃ শাহাদাত হোসেন জাহেরী। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি হাফেজ নেয়ামুল ইসলাম,সাধারণ দেলোয়ার হোসেন ও সাইফুল ইসলাম খন্দকার প্রমুখ ।
র্যালি থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানগনকে রোজা পালন এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকল প্রকার অসামাজিক কাজ ও হোটেল রেস্তোরাঁ বন্ধের আহবান জানানো হয়।
মো. মাহবুব আলম
আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৩০ পিএম, ২৬ মে ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur