শাহরাস্তি

শাহরাস্তিতে মাস্ক না থাকায় ১৪ জন‌কে অর্থদণ্ড

চাঁদপুর শাহরাস্তিতে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হোটেল,রেস্তোরা মোবাইল কোর্টে অর্থ প্রদান করা হয়েছে।

২৭ জানুয়ারি বুধবার বিকেলে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার শিরিন আক্তার এর নির্দেশনা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন বাজারে হোটেলের কারিগরদের মুখে মাক্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ জন‌কে অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদন্ড প্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে মাস্ক বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উম্মে হাবিবা মীরা। উক্ত মোবাইল করে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৭ জানুয়ারি ২০২১

Share