শাহরাস্তি

মহানবীকে অবমাননায় শাহরাস্তিতে মানববন্ধন

ফ্রান্সে প্রসিডেন্ট ওই দেশের নাগরিক দ্বারা মসলমানদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এলিট সোসাইটি এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে বাদ আসর শাহারাস্তি গেইট দোয়াভাঙ্গা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ্বে র্শান্তিপূর্ণ পরিবেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এলিট সোসাইটি সংগঠনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ জাবের মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মাহবুব আলম চৌধুরী, চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার, শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ মোঃ হাবিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি মোঃ শরিফ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক রায়হান শিহাব,অর্থ সম্পাদক মোঃ নাজমুল হক,তথ্য ও যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান সহ সংগঠনের বিভিন্ন সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবাদ সভায় বক্তারা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন এবং ফ্রান্সের সকল পণ্য বিশ্বের সকল মসলমানদের বর্জন করার আহবাণ জানান।

প্রতিবেদক:মো.জামাল হোসেন,২৮ অক্টোবর ২০২০

Share