চাঁদপুর শহরে ইয়াবা সেবনের অপরাধে দু’ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৩০ জুলাই সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এই দন্ডাদেশ দেন।
দ-প্রাপ্তরা হলেন, চাঁদপুর শহরের সিংহ পাড়া এলাকার মৃত নজরুল ইসলাম ভূইয়ার ছেলে জুয়েল (৪১ ) ও চিত্রলেখার এলাকার দিলীপ সরকারের ছেলে অপু (২০) ।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান ও পুলিশের একটি টিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের সিংহ পাড়া এলাকার সফি মঞ্জিল থেকে বিকাল ৫টায় ইয়াবা সেবনকালে ২০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের যন্ত্রপাতিসহ হাতেনাতে তাদেরকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়েলকে ৬ মাস অপু সরকারকে ৩ মাসের সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মজিবুর রহমান জানায়, ‘জুয়েল সিংহ পাড়া এলাকার মাদক ব্যাবয়াসী হিসেবে পরিচিত। তার বাসায় মাদক ব্যবহারের জন্য একটি কক্ষ আড্ডাখানা হিসেবে ব্যবহার করা হতো। আমরা তাদের কে সেখান থেকে আটক করি।’
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur