Home / উপজেলা সংবাদ / শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড
শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড
প্রতীকী ছবি

শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড

মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) :

চাঁদপুর জেলার শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক মাদক ব্যবসায়িকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদের আদালতে এ রায় প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিস ও থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌর শহরের মেহের ডিগ্রি কলেজ গেইট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ জাকির হোসেন। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
আটককৃত জাকির হোসেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সামিউল মাসুদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ রায় প্রদান করে।

অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স।

আপডেট:   বাংলাদেশ সময় : ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ২৪ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৩ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না