চাঁদপুরের শাহরাস্তিতে মাদক কিনতে গৃহসামগ্রী বিক্রিকালে হাজির মোবাইল কোর্ট। মাদকাসক্ত ব্যক্তি মাদক কেনার টাকার জন্যে আপন ছোট ভাইয়ের ঘরের খাট, দরজা, জানালা, এমনকি বেড়ার টিন পর্যন্ত খুলে ক্রেতা ডেকে বিক্রির জন্যে দরদাম করছিলো। এমন অবিশ্বাস্য দৃশ্য ঘটনাস্থলে গিয়ে দেখতে পান শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।
মোবাইল কোর্ট উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকা ওই ব্যক্তি হিংস্র আচরণ শুরু করে। পরিস্থিতি এমন হয় যে, ৭-৮ জন ব্যক্তি মিলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। দীর্ঘ ১৫-২০ বছর ধরে তার পরিবার এই অত্যাচার সহ্য করে আসছে। মা, ভাই, বোন এবং স্ত্রী – প্রত্যেকের ওপর মাদকের টাকার জন্যে তার হুমকি, গালিগালাজ এবং শারীরিক নির্যাতনের ঘটনা প্রায় নিত্যদিনের। তার হিংস্র আচরণের কারণে স্ত্রী বহু আগেই তাকে ছেড়ে চলে গেছে। প্রতিবেশীরা প্রতিনিয়ত তার অস্থির আচরণ এবং হুমকির কারণে ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন কাটায়।
সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের মো. হারেছ মিয়ার মাদকাসক্ত ছেলে আ. জলিল মিয়ার এ কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে যান মোবাইল কোর্ট পরিচালনা করতে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।
এ সময় জলিল মিয়ার ঘর তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(৫) ধারা অনুযায়ী দুবছর বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রাপ্ত গাঁজা সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদক শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যে অভিশাপ। আসুন, সকলে মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করি।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৪ ডিসেম্বর ২০২৪