চাঁদপুরের শাহরাস্তিতে মাদকসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানায় মামলা নং-১৭, (২৪ জুন ২০২৫) এবং জি.আর. নং-১০৫, অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল জলিল (৩৭), পিতা-মৃত হারেছ মিয়া, মাতা-মোসাঃ মরিয়ম বেগম, সাং- শোরশাক, আটিয়া বাড়ী, ৮নং ওয়ার্ড, সূচীপাড়া উত্তর ইউনিয়ন, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জলিলকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করে যাচ্ছি। সমাজ থেকে মাদক নির্মূল করতেই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur