হাজীগঞ্জ

শাহরাস্তিতে মাগুর মাছের খামারে মৃত গরু ফেলে পরিবেশ দূষণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুকে মাগুর মাছের খামারে মৃত গরু ফেলে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় তার বাস্তব চিত্র।

ওয়ারুক ষ্টেশনের উত্তর পাশে রাডা গ্রামের আমির হোসেনের ছেলে ইব্রাহীম হাজী দেলোয়ার ব্রিক ফিল্ডের পূর্ব পাশে মাগুর মাছ চাষ করেন।

সেখানে মাছের স্বাভাবিক খাদ্য না দিয়ে বিভিন্ন এলাকা থেকে মৃত গরু এনে তার খামারে ফেলে রাখে। এতে মাগুর মাছ আস্তে আস্তে মৃত গরুর মাংস খাচ্ছে আর এদিকে রাস্তার পথের যাত্রী ও আশ-পাশের সাধারন বাসীন্ধারা দূর্ঘন্ধ মুখ ও নাক চেপে চলাচল করছে।

গত কয়েক দিনে এ এলাকার পরিবেশ দূশন করে রেখেছে মাছ চাষী ইব্রাহীম। তার এমন কান্ড দেখে স্থানীয়রা হতাশা প্রকাশ করে বলেন, এমন বিষাক্ত মাছ খেয়ে মানুষের রোগ বালাই হবে। তাছাড়া আমাদের এলাকার পরিবেশ দূশন করছে । আমরা তাকে ডাক দিতে গেলে মাছ চাষী ইব্রাহীম গালমন্ধ করে হুমকি দিয়েছে।’

এ বিষয়ে মাছ চাষী ইব্রাহীমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া যায়নি।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
: আপডেট, বাংলাদেশ সময় ২: ০০ পিএম, ৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share