চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরুর গোশত বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করা হয়েছে।
৯ মার্চ রোববার সকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে গোস্ত ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন মরা গরু জবাই করে গোস্তা বিক্রি করার অভিযোগ উঠে। স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায় মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে গোস্ত ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন (২৮) কে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার।
স্থানীয় এলাকাবাসী জানায় গোশত ব্যবসায়ী হেলাল উদ্দিন মরা গরুর গোস্ত বিক্রি করার পূর্বেও কয়েকটি অভিযোগ রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান ও শাহরাস্তি থানা পুলিশ এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীও ফোর্স। মরা গরুর গোশত জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতা মাটি চাপা দেওয়া হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৯ মার্চ ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur