চাঁদপুরের শাহরাস্তিতে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে বিদ্রোহী প্রার্থী হতে নিজেদের নাম প্রত্যাহার করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোয় ৩ আওয়ামী লীগ নেতাকে পুরস্কৃত করেছে উপজেলা আওয়ামী লীগ।
তারা হলেন মেহের উত্তরের মোঃ জিয়াউল কবির দুলাল, টামটা দক্ষিণের মোঃ সফিকুল ইসলাম মজুমদার ও মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী জনি। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জান মিন্টু জানান , জিয়াউল কবির দুলাল নৌকা প্রতীক প্রার্থী মোঃ মনির হোসেনের সমর্থনে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কারণে তাকে উপজেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।একই ভাবে দলীয় প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মানিককে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করায় মোঃ সফিকুল ইসলাম মজুমদারকে টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীকে উপজেলা কৃষক লীগের সভাপতির প্রস্তাবনা করে পুরস্কৃত করা হয়েছে।
তিনি আরো জানান, বিদ্রোহী প্রার্থী হওয়ায় টামটা দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটোয়ারীর বহিষ্কার আদেশ অচিরেই ঘোষণা করা হবে।
মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur