Home / উপজেলা সংবাদ / শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্যদের সমন্বয়ে (৪ নভেম্বর) সোমবার ওয়ারুক বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত। এ সময় মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না রাখা, ক্রয় স্লিপ/ক্রয় রশিদ না রাখা, মেয়াদীত্তীর্ণ পণ্য রাখা ইত্যাদি বিভিন্ন অপরাধে ২ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১০,হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং কাঁচা রশিদ সংরক্ষণ করার বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় শাহরাস্তি উপজেলার সকল ব্যবসায়ীকে ক্রয় রশিদ/ কাঁচা স্লিপ সংরক্ষণ রাখা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করার জন্য পুনরায় অনুরোধ করা হলো। উপজেলার ভোক্তা জনসাধারণের স্বার্থে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৫ নভেম্বর ২০২৪