“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। ৬ জুন রোববার শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, সহকারী কমিশনার (ভূমি ), উম্মে হাবীবা মীরা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কানুনগো মোঃ অহিদ উল্লাহ পারভেজ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মান্নান, কাজী নুরুল আমিন, মোহাম্মদ হাবিব উল্লাহ পাটোয়ারী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনির হোসেন, আব্দুল করিম ভূঁইয়া, মোহাম্মদ জামশেদ হোসেন পাটোয়ারী, মোঃ মাসুম বিল্লাহ,আনোয়ার হোসেন, নাজির খোকন চন্দ্র শীল, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ এবং ভূমি অফিসের কর্মকর্তা,কর্মচারী বৃন্দ। এ ভূমি সপ্তাহ ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur