চাঁদপুরের শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ এপ্রিল বিকাল ৩ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ জেসমিন আকতার বানুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান মোল্লা, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ মিজানুর রহমান, নাজির মোঃ জাহাঙ্গীর আলম, রায়শ্রী উত্তর ইউ.পি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান মুন্সী, কাজী নুরুল আমিন, সফিকুর রহমান, মোঃ আবদুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সভায় ভূমি অফিসে আগত ব্যক্তিরা যাতে সরাসরি সেবা নিতে পারে, ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করা, সরকারি খাস সম্পত্তি অভৈধভাবে দখল না করা, আবাদী জমির শ্রেণি পরিবর্তন না করা, অর্পিত সম্পত্তি নামজারী মামলা মূলে খতিয়ান সৃজনের সময় সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি, ভূমি অফিসে উৎকোচ না দেওয়া ও উৎকোচে নিরুৎসাহিত করণ সহ ভূমি সংক্রান্ত নানা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
||আপডেট: ০৭:৪৫ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০১৬, সোমবার
চাঁদপুর টাইমস /এমআরআর