চাঁদপুরের শাহরাস্তির শোরসাক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই। অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।
উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক বাজারে গভীর রাতে আগুনলেগে ৬টি দোকান পুড়ে চাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৩ টার অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ইউপি সদস্য শাহ্ মিরন জানান, এসময় শোরসাক বাজারের নৈশ প্রহরী মিজান প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে। সংবাদ পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপূর্বেই ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হচ্ছে ইউ সদস্য শাহ্ মিরানের মুদি দোকান, ইমাম হোসেন ভান্ডারির কনফেকশনারি, সিরাজুল ইসলামের ফার্মেসী, শাহ্ আলমের মুদি দোকান, সঞ্জয় চন্দ্র শীলের ফার্মেসী ও নুরুল ইসলামের চা দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান তাদের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে শাহ্ মিরানের ৯ লক্ষ, ইমাম হোসেন ভান্ডারির ৪ লাখ, সিরাজুল ইসলামের সাড়ে ৪ লাখ, শাহ্ আলমের ৮ লাখ, সঞ্জয় চন্দ্র শীলের ৪ লাখ, নুরুল ইসলামের ৫ হাজার, ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। এছাড়াও দোকান মালিকদের বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারন করে হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সংবাদ পেয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম গভীর দুঃখ প্রকাশ করেন। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন মুশু পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এর পূর্বে ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন,১৪ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur