শাহরাস্তিতে বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় শোরসাক মধ্য বাজারে রিয়া বেকারী মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় বেকারি মালিককে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন
শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জামাল হোসেন,৩০ আগস্ট ২০২২

Share