হাইমচর

হাইমচরে ফাহমিদা এন্টারপ্রাইজের লাকী কুপন ড্র

চাঁদপুর হাইমচরে উপজেলার আলগী বাজারে মেসার্স ফাহমিদা এন্টারপ্রাইজের বাৎসরিক বিক্রিকৃত ফ্রিজের গ্রাহকদের মাঝে লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) হাইমচর উপজেলার আলগী বাজারে মেসার্স ফাহমিদা এন্টার প্রাইজের লাকী কুপন ড্র অনুষ্ঠানে মাষ্টার মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ছিদ্দিকুর রহমান এর পরিচালনায় স্বাগত বক্তব্যে মেসার্স ফাহমিদা এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী জি এম ফজলুর রহমান বলেন ‘হাইমচরের মানুষ আমকে সবসময় ব্যবসায়িক ভাবে সহযোগিতা আসছেন। আজ যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আর যারা বিজয়ী হতে পারেনী তারা আগামীতে পুরুস্কার পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।’

তিনি আরো বলেন ‘যে ৯ জন লাকী কুপনে বিজয়ী হয়েছেন তারা আগামি সাত দিনের মধ্যে পুরুস্কার গ্রহন করতে হবে। সাতদিনের পরে পুরুস্কার কেউ দাবী করতে পারবে না।’

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলগী বাজার ব্যবসায়ী সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম কোতয়াল, মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

লাকী কুপন ড্রয়ে প্রথম পুরুস্কার একটি ফ্রিজ কুপন নং ৩৮৯, ২য় পুরুস্কার টিভি কুপন নং ৪১৫, ৩য় পুরুস্কার একটি মোবাইল কুপন নং ৫০১,৪র্থ পুরুস্কার একটি ফ্যান কুপন নং ৪৯৯, ৫ম পুরুস্কার সিলিং ফ্যান কুপন নং ৩৭০, ৬ষ্ঠ পুরস্কার রাইচ কুকার কুপন নং ৩৭৮, ৭ম পুরুস্কার ব্লেন্ডার কুপন নং ৩৭৪, ৮ম পুরুস্কার ইলেকট্রনিক কেটলি কুপন নং ৫০০, ৯ম পুরুস্কার একটি আয়রন কুপন নং ৫১৪। এছাড়া প্রত্যেক
গ্রহকে একটি করে দেওয়াল ঘড়ি পুরুস্কিত করেন।

প্রতিবেদক: বিএম ঈসমাইল
২১ ডিসেম্বর,২০১৮

Share