শাহরাস্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ভবন উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরাধীন কতৃক বাস্তবায়িত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

২৬ অক্টোবর মঙ্গলবার একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি।

শাহরাস্তির পঞ্চনগর আইডিয়াল হাই স্কুলের ৪ তলা একাডেমিক ভবন ও ৪তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন, চিতোষী ডিগ্রী কলেজের আইসিটি ভবনের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন ও টেকনিকেল ভবনের ৪তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবন, চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, এমপির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো.জামাল হোসেন, ২৭ অক্টোবর ২০২১

Share