শাহরাস্তিতে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীদেরকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া ২৯ জন রোগীর মাঝে (প্রতিজন রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে) চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উল্যাহ চৌধুরী, শাহরাস্তি, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার,পৌর মেয়র হাজি আবদুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং চেক গ্রহণকারী উপকারভোগী ও তাদের প্রতিনিধিবৃন্দ।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,১১ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur