শাহরাস্তিতে বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীর উপকরণ বিতরণ

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন প্রকল্পের প্রদর্শণীর উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পারিবারিক পুষ্টি বাগান, বিভিন্ন প্রকল্পের ১শ’ ৫০ জন কৃষক পেল এ উপকরণ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়,অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রতিজনের ১.৫ শতাংশ জমির জন্য প্রদর্শনীর আওতায় ২০ ধরনের সবজির বীজ,৬টি করে ফলের চারা, বীজ পাত্র, জৈব সার, পানির ঝার ও বেড়ার নেট উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তারের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুছ পাটোয়ারীর সঞ্চালনায়

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৯ ডিসেম্বর ২০২৩

Share