শাহরাস্তিতে বিপুল পরিমান ইয়াবাসহ দুই নারী কারবারি আটক
চাঁদপুরের শাহরাস্তিতে ভোররাতে অভিযানে ১৬শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মোছা. ফাতেমা বেগম (৪০) ও ছমুদা (৫৫)।
পুলিশ জানায়, রোববার (১১ আগস্ট) রাত ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ওয়ারুক বাজার রেলগেটের দক্ষিণ পাশে চেকপোস্ট বসানো হয়। এ সময় দুইজনকে থামিয়ে তল্লাশি করলে ফাতেমার বুকের ভেতরে রাখা পলিথিন মোড়ানো প্যাকেট থেকে এক হাজার ইয়াবা এবং ছমুদার জুতার ভেতরে রাখা দুই প্যাকেট থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। মোট ওজন ১শ ৬০ গ্রাম, আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে স্বল্প দামে ইয়াবা কিনে বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করছিল। এই চালান স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহর সহায়তায় এসআই নুরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা (এফআইআর নং-৪, জি আর নং-১২৪) রুজু হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে জেলার সব থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/১১ আগস্ট ২০২৫