শাহরাস্তিতে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগ আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার দুপুরে কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেল সেন্টার মিলনায়তনে আরিফা খাতুন সেলাই ট্রেনিং সেন্টারের সনদ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ এবিএম সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বি টি এম সির প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মমতাজ উদ্দিন। ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সচিব ডাঃ শেখ আব্দুর রশিদ, অতিরিক্ত সচিব প্রকৌশলী ছাফাউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দিদারুল আলম, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা মহাখালি ডিএনসিসি হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডাঃ ফরিদা ইয়াছমিন পিংকি, বশিরউল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এবিএম সালাউদ্দিনের সহধর্মিনী ডাঃ শিরিন বানু। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম মিঠু, মোঃ ইমরান কবির। সেলাই প্রশিক্ষক ছকিনা বেগমসহ, প্রশিক্ষণার্থী,ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

আয়োজক সূত্রে জানায় প্রতিবছরের ন্যায় বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা বিভিন্ন ইউনিয়নের গরীব, অসহায়দের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, কম্বলসহ আর্থিক সহযোগিতা করে আসছেন, এছাড়াও অসহায়, হতদরিদ্র ও অসহায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলে টাকার অভাবে কেউ চিকিৎসা না নিতে পারলে বশিরউল্লাহ মেডিকেল সেন্টার চিকিৎসা সেবা সবসময় দিয়ে আসছেন।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৯ জানুয়ারি ২০২৪

Share