চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাসায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের সেনগাঁও বড়ো বাড়ির সাজেদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (২৬) মাল্টিপ্লাগের তারে জড়িয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রায়হান সুয়াপাড়ায় একটি কারখানায় কাজ করতেন। তার ১০ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১২ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur