শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরাস্তিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের (১৪) করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসানের চাচা মিজানুর রহমান জানান, পার্শ্ববর্তী বাড়ির সুলতান মাস্টারের ছেলে মানিক ও মিজান বাড়ির গাছ কাটার সময় বিদ্যুতের তারে ডাল পড়ে বিকট শব্দ হলে ঘরে থাকা মেহেদী হাসান দৌড়ে দেখতে গেলে বিদ্যুতের তারে সে জড়িয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৩ ডিসেম্বর ২০২৪

Share