বিদ্যুতের দাবিতে চাঁদপুরের শাহরাস্তির উপজেলার ওয়ারুক বাজারে কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ জনতা। বৃহস্পতিবার (৩০ জুন) দুপর সাড়ে ১২ টা থেকে ২ টা পর্যন্ত সড়ক অবরোধের ফলে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
এতে ঈদে ঘরমুখী মানুষ চরম ভোগান্তির স্বীকার হয়। খবর পেয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে সড়ক অবরোধ তুলে দেয়ার চেষ্টা করলে জনতা ক্ষুব্দ হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়।
অবরোধস্থলে ছুটে যান শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাসুদ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. মো. আহসান হাবিব অরুন।
এ সময় বিক্ষুব্দ জনতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতা বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
ওয়ারুক বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, ‘গত ২৪ ঘন্টার মধ্যে মাত্র ১ থেকে দেড় ঘন্টা বিদ্যুৎ পেয়েছি।’
সেতারা মুন্সি বাড়ির আবু তাহের বলেন, ‘গত এক সপ্তাহে আমাদেরকে বিদ্যুৎ দেয় নাই। বিদ্যুৎ হঠাৎ আসে আবার ৬/৭ মিনিট থেকে চলে যায়।’
বাজারের ব্যবসায়ী ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, শহিদ হাসান ও বিল্লাল হোসেন জানান, ‘এক দিকে প্রচন্ড গরম অন্য দিকে বিদ্যুৎ নেই। ফ্রিজে থাকা সকল মাছ-মাংস নষ্ট হয়ে গেছে। রমজানে শান্তিপূর্ণ ইবাদত পালন বিদ্যুতের একান্ত প্রয়োজন অথচ ন্যূনতম বিদ্যুৎ পাচ্ছিনা।’
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘অবরোধের কথা শুনেই আমরা তড়িত গতিতে ছুটে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি।’
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার সামিউল মাসুদ চাঁদপুর টাইমসকে বলেন, ‘বিদ্যুতের লোকজনকে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো প্রকার লোডশেডিং যেনো না দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘শাহরাস্তিতে বিদ্যুতে ডিস্টিউবিশনে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা ঠিকমতো কাজ করছে না।’
প্রতিবেদক- মো. মাহবুব আলম, শাহরাস্তি করেসপন্ডেন্ট