Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে বাজার কমিটির নির্বাচনে হামলায় একজন আহত, আটক ১

শাহরাস্তিতে বাজার কমিটির নির্বাচনে হামলায় একজন আহত, আটক ১

চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া বাজার কমিটির নির্বাচন শেষে হামলায় আহত -১ মামলা ও আটক-১, পরিস্থিতি থমথমে।

৩০ সেপ্টেম্বর শনিবার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজার ব্যবসায়ি কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার পর ভোট গননার সময় সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মেশকাত হোসেন বিটুর উপর দুর্বৃত্তরা হামলা করা হলে তিনি গুরুতর আহত হন।

এরপর উপস্থিত সমর্থকদের মাঝে হট্রোগোল সৃষ্টি হয়। দফায় দফায় ভোট গননার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান ফলাফল ঘোষণা করেন।

এতে সূচিপাড়া বাজার ব্যবসায়ি কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ছেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ আলম অপু, সহ-সভাপতি ফরহাদ তুহিন, যুগ্ন সম্পাদক ইয়াছিন মিয়া, কোষাধ্যক্ষ সুমন হোসেন, প্রচার সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন।

এদিকে ১ অক্টোবর রোববার নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে পরাজিত প্রার্থী হামলায় গুরুতর আহত মেশকাত হোসেন বিটু বাদি হয়ে শাহরাস্তি থানা ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সূচিপাড়া এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মামলার প্রধান আসামি বাজার ব্যবসায়ি কমিটির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ছেফায়েত উল্লাহ উক্ত মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমানউল্লাহসহ ৮ জনকে। এদিকে আহত মেশকাত হোসেনকে ৩১ সেপ্টেম্বর রাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১ অক্টোবর রবিবার চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জনি কান্তি দে জানান, এঘটনায় আবুল হোসেনের ছেলে ফারুক হোসেনকে আটক করা হয়েছে।

প্রতিবেদক: জামাল হোসেন, ১ অক্টোবর ২০২৩