চাঁদপুরের শাহরাস্তিতে বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আব্দুল মান্নান পাটোয়ারী এন্ড সন্স ফাউন্ডেশন। ৩০ আগস্ট শুক্রবার দিনব্যাপী বন্যা প্লাবিত হওয়া ইউনিয়নের আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন ওয়ার্ডে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলার সূচিপাড়া ডিগ্রী কলেজ আশ্রয় কেন্দ্রে বন্যা ক্ষতিগ্রস্তদের পরিবারদের মাঝে আব্দুল মান্নান পাটোয়ারী এন্ড সন্স ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম পাটোয়ারী, সদস্য মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, মোঃ জালাল আহমেদ খোকন, সূচিপাড়া উত্তর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মামুন হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আকবর বেপারী। যুবদল নেতা আব্দুল মমিন, মনির হোসেনসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৩০ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur