শাহরাস্তি

শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উদ্বোধন

শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, ৬ ফেব্রুয়ারি শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৪ পদাতিক ব্রিগেড  এবং জেলা প্রশাসনের চাঁদপুরের আয়োজন ম্যারাথন ২০২১ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মেহবাজ চৌধুরী, ৩ বীর এর নেতৃত্বে ম্যারাথন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে গত ১৭ মার্চ ২০২০ তারিখ হতে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদা জাতীয় / আন্তর্জাতিকভাবে উদযাপন করা হয়েছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই ম্যারাথন দৌড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যের  পাশাপাশি ১০ লক্ষ জনগণ সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতেও এই ম্যারাথন দৌড়েটি শুরু হয়েছে, এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অন্তগত ৪৪ পদাতিক  ব্রিগেড এবং চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ উপলক্ষে শাহরাস্তি উপজেলা উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়, এই দিনে শাহরাস্তির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীবৃন্দ সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় শুরু করে, নির্ধারিত সময়ের শেষ করে উপজেলায় পরিষদ মিলনায়তন একযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

শাহরাস্তি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি করে টিম এবং উপজেলা প্রশাসনের একত্রে  এই ম্যারাথন দৌড়ের আয়োজন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর  উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মেহবাজ  চৌধুরী বীর,  শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী,শাহরাস্তি প্রেসক্লাবের সহ অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

স্টাফ করেসপন্ডেট,৬ ফেব্রুয়ারি ২০২১

Share