শাহরাস্তিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

চাঁদপুরের শাহরাস্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সাড়ে ৯টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তক অর্পণ করা হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে সভাপতির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার খোরশেদ আলম শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান, শাহরাস্তি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপল‌ক্ষে মু‌ক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উ‌দ্বোধন,উপজেলা প্রশাসন আয়োজিত সুবর্ণজয়ন্তী র‌্যা‌লি ও বীর মুক্তিযোদ্ধাগনের আগমনে শুভেচ্ছা জ্ঞাপন ও অভ্যর্থনা প্রদান এবং স্থানীয় বীর মু‌ক্তি‌যোদ্ধাগ‌ণের সংবর্ধনা।

মস‌জিদ, ম‌ন্দির ও বি‌ভিন্ন আশ্রয়ণের গ‌রিব‌দের মা‌ঝে মি‌ষ্টান্ন বিতরণ।

উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, তোফায়েল আহমেদ ইরান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বি‌ভিন্ন ইউ‌নিয়ন হ‌তে আগত বি‌ভিন্ন পেশার মানুষজন।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৭ মার্চ ২০২২

Share