মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করেছে শাহরাস্তি উপজেলা তাঁতীলীগ। ১৭ মার্চ বিকেলে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন মোল্লা এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার-ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এম আনোয়ার বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কিত আলোচনা করেন। এতে উভয় বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের দূর্দিনে তাঁতীলীগের অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার ভূঁয়সী প্রসংশা করেন। এছাড়া শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের নেতা-কর্মিরা ইতোপূর্বে উপজেলা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত হয়ে জাতীয় ও স্থানিয় দলীয় নির্বাচনে যোগ্য ভূমিকা পালন করায় নেতা-কর্মিদের ধন্যবাদ জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ হান্নান দেওয়ানজী, মৌলভী বাজার জেলা তাঁতীলীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা সদস্য আলী আজগর, মোঃ মাঈন উদ্দিন মানিক, মোঃ মাসুদ আলম, হাজীগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম খাঁন, বনানী থানা কমিটির সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম, উপজেলা কমিটির সাবেক সদস্য সচিব এটিএম কামরুজ্জামান মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সুমন, যুগ্ন আহ্বায়ক পারভেজ মোশারফ, মেহের উত্তর ইউনিয়ন শাখার সভাপতি আবদুল হান্নান, রায়শ্রী উত্তর ইউনিয়ন শাখার সভাপতি শাফায়েত উল্লাহ্ সোহেল, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদস্য আবদুস সামাদসহ আরও অনেক।
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি পৌরসভার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ শেষে পৌরসভা কার্যালয় কেক কাটা ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্যানেল মেয়র মোঃ শাহাব উদ্দিন। উপস্থিত পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৭ মার্চ ২০২২