শাহরাস্তিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

শাহরাস্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, বিজ্ঞান ও ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শহরের নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদশিক্ষণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, শাহরাস্তি পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী আবদুল লতিফ, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী।

আলোচনা সভায় বক্তব্য দেন মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকর সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান ও ডিজিটাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ। মেলায় উপজেলার ৪টি কলেজ ও ২৬টি উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলাদা আলাদা স্টলে বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্কুল, কলেজ শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

||আপডেট: ১০:২০ অপরাহ্ন, ১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর

Share