Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা
প্রাথমিক

শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিত সভা

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কালীবাড়িতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন। তিনি বলেন, “আমরা শুধু শিক্ষক সমাজের দাবি-দাওয়া নয়, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার আন্দোলনেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাজ্জাদ বলেন, “শিক্ষক সমাজকে সংগঠিত রেখে আমরা সৃজনশীল শিক্ষা, ডিজিটাল দক্ষতা এবং সামাজিক নেতৃত্বে নতুন উদাহরণ তৈরি করতে চাই।”

পরিচিত সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি মোঃ জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুকবুল আহম্মেদ, মোঃ জাকির হোসেন ভূঁইয়া ও নাজমা আক্তার। সহ-সভাপতি হিসেবে ছিলেন মোঃ আলী হোসেন, মোঃ শাহাবুদ্দিন, শংকর চন্দ্র পাল, হামিদা বেগম ও ইভা রানী দে।

এছাড়া গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ আলা উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন ও পারভীন সুলতানা, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুর আজিজ ও রেহানা আক্তার, সহ-সম্পাদক মোঃ বেলাল হোসেন ও মোঃ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহিলা সম্পাদক সুলতানা জাহান, সহ-মহিলা সম্পাদক জ্যোতি রানী দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ ফারুক আহমেদ মজুমদার, সহ-অর্থ সম্পাদক বিমল চন্দ্র পাল, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী, ধর্ম সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ, সংস্কৃতি সম্পাদক শ্রাবন্তি ভট্টাচার্য, প্রচার সম্পাদক মোঃ সাফায়েত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সমবায় সম্পাদক মোঃ বাকের আহম্মেদ, প্রকাশনা সম্পাদক মোঃ আনিসুর রহমান, আইসিটি সম্পাদক মোঃ আব্দুর রহিম, স্বাস্থ্য সম্পাদক মোঃ ফয়সাল ইসলাম সজীব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, শাহরাস্তির শিক্ষাক্ষেত্রে এই কমিটি হবে নতুন দিকনির্দেশনার সূচনা। ঐক্যবদ্ধ নেতৃত্বে শিক্ষক সমাজ যেমন আরও শক্তিশালী হবে, তেমনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার লড়াইও হবে আরও সুসংগঠিত।

আলোচনা সভা শেষে ৩নং ওয়ার্ড বিএনপি আঞ্চলিক কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মোস্তফা কামালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ৮ সেপ্টেম্বর ২০২৫