শাহরাস্তিতে পুলিশের সেবা ডেস্ক ও গৃহহীন পরিবারের ঘর উদ্বোধন

চাঁদপুরের শাহরাস্তিতে মুজিববর্ষে পুলিশের বিশেষ সেবা ডেস্ক স্থাপন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে।

রোববার ১০ এপ্রিল সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল ভাবে সারা দেশে ঘর ও সেবা ডেস্কের উদ্বোধন করেছেন।

জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে সারাদেশে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন এবং প্রতিটি থানায় একটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল ভাবে এ বিশেষ সেবা ডেস্ক ও গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানায় উদ্বোধনী ফলক উন্মোচন ও স্থানীয় অতিথিবৃন্দ মাল্টিমিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে সংযুক্ত হন।

থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নানের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম, পুলিশ পরিদর্শক সুব্রত কুমার সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১০ এপ্রিল ২০২২

Share