শাহরাস্তিতে পশুর হাটে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন কোরবানির পশুর হাটে মাস্ক ব্যবহার না করায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ১৮ জুলাই রোববার উপ‌জেলা প্রশাসনের উ‌দ্যো‌গে বি‌ভিন্ন পশুর হাটে মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর নির্দেশনা মোতাবেক শাহরাস্তি উপজেলার আয়নাতলী ও লোটরা গরুর হাটে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ০৫ টি মামলায় ৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এসময় মু‌খে মাস্ক না থাকায় ক‌য়েকজন‌ ক্রেতা ও বি‌ক্রেতা‌কে অর্থদণ্ড প্রদান করা হ‌য়ে‌ছে।

ঈ‌দের দিন পর্যন্ত পশুর হা‌টে যে‌ কেউ মুখে মাস্ক প‌রিধান না কর‌লে দ্বিগুন জরিমানা করা হবে, অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হবে।

প্রতিবেদক: মো.জামাল হোসেন, ১৮ জুলাই ২০২১

Share