চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের পরোয়ানাভুক্ত ১০ জন আসামী’সহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের নিদের্শনায় বৃহস্পতিবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামী পৌরসভার কাজির কামতা গ্রামের মানিক হোসেন (৪০), শাহীন আলম (২২), মনিরা বেগম মনি (৩৩), রাজন (২১), সীমা বেগম (১৯),বিউটি বেগম (২৯), শ্রীপুর গ্রামের মোঃ রাসেল প্রকাশ কেবলা (১৮), মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী গ্রামের জামাল হোসেন (৩২), মেহের উত্তর ইউনিয়নের সেক্কুনী গ্রামের সৈকত চন্দ্র দাস (২২), টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মোঃ রিপন হোসেন (৩২) ও নিয়মিত মামলায় চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের আবু জাফর (৩৫), মোঃ আলী (২২) ও সহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: মো. জামাল হোসেন,৩ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur