শাহরাস্তি

শাহরাস্তিতে পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু

চাঁদপুরে শাহরাস্তিতে যাত্রীবাহী পদ্মা এক্সপ্রেস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

৩০ জানুয়ারি শনিবার বিকেলে ৪টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহরাস্তি উপজেলার আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃতঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ আহসান হাবীব ফরিদ ঘটনার সময় বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্থানীয় ওয়ারুক বাজার যাচ্ছিলেন।

এসময় চাঁদপুর হতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্টো ব ১৪-১৪৭৭) পেছন হতে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান চাঁদপুর টাইমসকে জানান, দুর্ঘটনার পর হতে পদ্মা এক্সপ্রেসের চালক পলাতক রয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে।

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,৩০ জানুয়ারি ২০২১

Share