শাহরাস্তিতে পঁচা ইলিশ মাছ জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

শাহরাস্তি উপজেলায় পঁচা ইলিশ মাছ জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফায়দুল্লাহ মিয়া হাসপাতালের সামনে থেকে ১৫ কেজি পঁচা ইলিশ মাছ জব্দ করেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা সেগুলো ধ্বংস করে মাটিচাপা দেন।

এ ঘটনায় মাছ বিক্রেতাকে ভর্ৎসনা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন বলেন, পঁচা মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খেলে যকৃত আক্রান্ত হতে পারে, ক্যান্সার হতে পারে, পেটের পীড়া হতে পারে। তাছাড়া ওজনও বেড়ে যায়, ভোক্তা ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হন। সেগুলো আমরা জব্দ করেছি। যা বিক্রি করা আইনগত দণ্ডনীয় অপরাধ।

প্রতিবেদক: জামাল হোসেন,২ অক্টোবর ২০২৩

Share