চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূকে নির্যাতনের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মে) গভীর রাতে শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে রামপুর নিজ ঘরে ওই বধূ এ নির্যাতনের শিকার হন।
বর্তমানে তাঁকে শাহরাস্তি ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১০ বছর পূর্বে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের সুমন চন্দ্র শীলের সাথে শাহরাস্তি পৌর সভার নাওড়া গ্রামের রবীন্দ্র চন্দ্র শীলের মেয়ে জয়ন্তী রাণী শীলের সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান,‘ আঘাতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে। শরীরে যে আঘাত করা হয়েছে তাতে তিনি আশঙ্কামুক্ত নন। আরো কিছু দিন না গেলে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ চাঁদপুর টাইমসকে বলেন, ‘প্রতিদিনের মতো সে রাতেও খাওয়া-দাওয়া শেষে স্বামীর সঙ্গে তার পারিবকারিক বিষয় নিয়ে বাকবিত-া হয়। সে বলে মামলা দিয়ে আমার কিছুই করা যাবে না। টাকা হলে আইনের লোক কেনা যায়। আমাকে চলে যেতে বলে ও লাঠি দিয়ে বেধম প্রহার করে। মাথার চুল কেটে দেয়ার চেষ্টা করে। আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নির্যাতন সইতে না পেরে আমার ছেলে মেয়েকে নিয়ে জীবন বাচাঁনোর জন্যে আমার বাবার বাড়িতে চলে আসি।’
গৃহবধূর বাবা রবীন্দ্র চন্দ্র শীল জানান, ‘১০ বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। ৯ বছর বয়সের একটি ছেলে সন্তান ও ২ বছর বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে তাদের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে আমার মেয়েকে প্রায়ই অমানসিক নির্যাতন চালায়।’
তিনি আরো বলেন, ‘পূর্বে বেশ ক’বার পারিবারিক ও সামাজিক ভাবে বৈঠক বসেছিল।এখন আর কোনো সমঝোতা নয়। আমার মেয়ের ওপর যে নির্যাতন করা হয়েছে তার বিচার চাই।’
প্রতিবেদক : মো.মাহবুব আলম
আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ১৪ মে ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur