শাহরাস্তিতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ৪ শিক্ষককে জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে মোবাইল কোর্ট। একই ঘটনায় এক শিক্ষককে মুচলেকায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নির্বাচনী কাজে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দৈয়ারা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুম বিল্লাহ, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, একই প্রতিষ্ঠানের শিক্ষক ও পৌর জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, এবং করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের সময় রাগৈ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন আচরণবিধি ভাঙার দায় স্বীকার করায় মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি জানান, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে আইন ভঙ্গের বিরুদ্ধে কড়া নজরদারি চলছে। যার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন জানান, শিক্ষকসহ যেকোনো নাগরিক নির্বাচনী আচরণবিধির বাইরে গেলে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৮ জানুয়ারি ২০২৬