আসন্ন শাহারাস্তি পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি মেনে না চলায় অর্থদণ্ড করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশনায় এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের তত্ত্বাবধানে শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর মোঃ উজ্জ্বল হোসেন।
মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জন ব্যক্তিকে চার হাজার চারশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং আচরণবিধি সঠিকভাবে মেনে চলার জন্য সকলকে সতর্ক করা হয়েছে।
আগামি ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,১৪ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur