শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশু ফারহানের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৩ এপ্রিল ২০২৫) দুপুর ১২ টা থেকে মান্নান চৌধুরীর শিশু পুত্র ফারহান (৬) নিখোঁজ হয় । ফারহানের খোঁজ পেতে পরিবার ও এলাকাবাসী মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালায় ।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পাশের বাড়ির পুকুরে শিশুটির মৃতদেহ ভেসে উঠে। শিশু ফারহান মৃত্যুর ঘটনা তদন্ত করছে শাহরাস্তি থানা পুলিশ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৪ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur