শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলায় আটক ৪

চাঁদপুরের শাহরাস্তিতে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার ওই মামলায় অভিযুক্ত আসামিদেরকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আটকের বিষয় নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।

থানা সূত্রে জানায়, ওইদিন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে এসআই মহসীন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত ৩ জন আসামিকে আটক করেন।আটককৃতরা হলঃ টামটা উত্তর ইউপির পরানপুর হইদা গাজী বাড়ীর আমিন মিয়ার পুত্র মোঃ জুয়েল হোসেন প্রঃ আকাশ (২৮), হোসেনপুর কারন গাজী বাড়ীর মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ ইমান হোসেন (৩২), কচুয়া উপজেলার আশরাফপুর নতুন বাজার দিঘীরপাড়ের মোহাম্মদ বিপ্লব মিয়ার পুত্র মোঃ ইয়ামিন ইসলাম বাপ্পি (২৩) হোসেনপুর এলাকা থেকে আটক করা হয়। এদিকে অন্য একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এসআই মোঃ আতোয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এতে উপজেলার দইকামতা (ভূইয়া বাড়ীর) মৃত সুলতান মিয়ার পুত্র মোঃ শাহাদাত হোসেনকে (৩২) পুলিশ আটক করে।

প্রতিবেদক: জামাল হাসান, ১১ জুন ২০২৪

Share